
বরিশালে যুবদল নেতা সুরুজ গাজি হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা শাহিন সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রবিবার (৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
এর আগে শনিবার (৮ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এবং ৮ এর যৌথ দল।
গ্রেপ্তার শাহীন সর্দার বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে।