
দেশব্যাপী নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর শরীফ, ছাত্র ইউনিয়ন নেতা সুবর্না ধর বক্তব্য রাখেন।