
কয়েক মাস মাস ধরে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কোনো খোঁজ নেই। পরিষদে এসব চেয়ারম্যানদের কার্যালয়ে ঝুলছে তালা। এমনকি উপজেলা পরিষদের মাসিক সভায়ও তাদের দেখা মিলছে না। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ।
এর মধ্যে চারজন চেয়ারম্যান জেলে আছেন, বাকিরা সব পলাতক রয়েছে বলে জানা গেছে। চেয়ারম্যানদের অনুস্থিতিতে বর্তমানে পরিষদের কার্যক্রম সচিবরা কিছুটা সামাল দিলেও কাঙ্খিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ১৫টি ইউনিয়নের লাখো মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, সালথা ও নগরকান্দার ১৮টি ইউনিয়নের মধ্যে বিএনপির সমর্থন নিয়ে মাত্র একজন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হলেন, লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার।